শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুরাতন মালদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

পুরাতন মালদায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন।

 মালদা:
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্যের সাথে  পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায় মহাসমারোহের সহিত উদযাপন হচ্ছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী ।কুড়ি সেপ্টেম্বর থেকে ২৬ শে সেপ্টেম্বর পালিত হচ্ছে বিদ্যাসাগর সপ্তাহ উদযাপন, তাই মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায় কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপরে বিভিন্ন ধরনের আলোচনা , তাৎপর্য এবং তার যে বাণী সমাজকে যে বার্তা দিয়ে গিয়েছিলো যেমন বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বাণী কে সামনে রেখে ওসমানিয়া হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা এক সপ্তাহব্যাপী তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগর সপ্তাহ উদযাপনে মেতেছে। মঙ্গলবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে বিভিন্ন ধরনের আলোচনা সভা ছিল, এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌড় মহাবিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর সুস্মিতা সোম মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন ওসমানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক ও সাজীরু উদ্দিন আহমেদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।আজকের এই আলোচনা সভায় অধ্যাপক সুস্মিতা সোম মহাশয়া় বিদ্যাসাগরের উপরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ আলোচনা ব্যাখ্যা করেন এবং তার জীবনী ,তার নীতি বিভিন্ন দিক দিয়ে আজকের এই আলোচনা সভায় ব্যক্ত করেন এবং ছাত্র-ছাত্রীদের কে তার পথ অনুসরণ করতে বলেন। স্কুলের ছাত্রছাত্রীরা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে স্মরণ রাখার জন্য তার জীবনী ব্যাখ্যা করেন স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান যে, তাদের এই অনুষ্ঠান আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন দিক দিয়ে আলোচনা প্রদর্শনী ইত্যাদি বিভিন্নভাবে পালিত হবে।