সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক ইনিংসেই ১০ উইকেট নিলেন সিদাক সিং! 

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ভারতের সি.কে নাইড়ু অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে মণিপুরের বিরুদ্ধে পুদুচেরির হয়ে খেলা বাহাতি স্পিনার সিদাক সিং এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন।

১৯ বছর বয়সী এই স্পিনার ১৭.৫ ওভার বোলিং করে ৭ মেডেনসহ ৭১ রান দিয়ে ১০ উইকেটের সবগুলোই দখল করে নেন। 

সিদাকের উইকেট দখলের উৎসবে মেতে ওঠার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বাইয়ের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। অল্পের জন্য সেদিন তার পাওয়া হয়নি ১০ উইকেট।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার কীর্তি আছে মাত্র দুইজনের। ১৯৫৬ সালে ম্যানচেস্টারের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই নজির গড়েন ইংলিশ অফ স্পিনার জিম লেকার। তার ঠিক ৪৩ বছর পর ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে লেগ ব্রেক বোলার অনিল কুম্বলে এই রেকর্ড গড়েন।