শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলায় ভ্রা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলায় ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী।

মালদা:

বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সোমবার থেকে তিনদিনের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী শুরু হলো মালদা উচ্চ বালিকা বিদ্যালয়ে। এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে একটি বাসে করে ২০টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এই উপলক্ষে মালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের তৈরি মডেল ও হস্তশিল্পের একটি প্রদর্শনী করছে। এই দুটি প্রদর্শনীতে মালদা উচ্চ বালিকা বিদ্যালয় তো বটেই এমনকি ইংরেজবাজার শহরের একাধিক স্কুলের ছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। পাশাপাশি বিজ্ঞান নিয়ে সচেতনতায় প্রজেক্টরের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন মডেল দেখানো হয়। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের পক্ষে আবির বিশ্বাস বলেন, যেসব এলাকায় বিজ্ঞান কেন্দ্র নেই সেখানকার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা উদ্বুদ্ধ করতে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন। মালদা উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা চট্টোপাধ্যায় বলেন, বর্ধমান বিজ্ঞান কেন্দ্র ও সমগ্র শিক্ষা মিশনের তরফে আমাদের স্কুলে একটি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি আমাদের স্কুলের ছাত্রীদের তৈরি বিজ্ঞান মডেল ও বিভিন্ন হস্তশিল্প নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে।