শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন রেজিস্ট্রেশন অফিসের কন্ট্র

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

৭ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন রেজিস্ট্রেশন অফিসের কন্ট্রাকচুয়াল কর্মীদের।

 মালদা:
৭ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। সোমবার দুপুরে একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক অফিসের সামনে জেলাশাসকের দপ্তরে হাজির হয়। প্রশাসনিক ভবন ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। পরে সংগঠনের সদস্যরা জেলা শাসকের হাতে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেয়। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, সম কাজে সম বেতন প্রদান, অস্থায়ী কর্মীদের ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি করা, অবিলম্বে স্থায়ীকরণের দাবি ইত্যাদি।