মালদা জেলায় বজ্রপাতে মৃত পাঁচ।
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার
মালদা:
মালদা জেলায় বজ্রপাতে মৃত্যু হল পাঁচজনের। ঘটনায় আহত আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার দুপুরে মালদা জেলার পুখুরিয়া থানার হরিণ কোল এলাকায়। এছাড়াও এই দিন চাচোল এবং হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে মৃতরা হল আনারুল হক (৩০), হাসান আলী (৩২) এবং শেখ হোসেন (২৭)। ঘটনায় আহত মহিদুর হোসেন, সাদিকুল ইসলাম এবং কাদির হোসেন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় এদের প্রত্যেকের বাড়ি কারো পুখুরিয়া থানার পরানপুর গ্রাম পঞ্চায়েতের চুনাখালি কারো বা উপরিটোলায়।
এদিন দুপুরে তারা সকলে কেউ ধানের ক্ষেতে কেউ আবার পটলের খেতে কাজ করছিল। ঠিক সে সময় কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ করে নেমে আসে বৃষ্টি। ঠিক সেই সময় তারা মাঠ সংলগ্ন একটি বাড়ির পাশে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয় সূত্রে জানা যায় ঠিক সেই সময় বজ্রপাতে আহত হয় তারা সকলে। তাদের উদ্ধার করে আড়াই ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় পরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।