শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পালিতহল সারাভারত অন্তরাষ্ট্র ব্রাহ্মণমহাসংস্থার চতুর্থবর্ষপূর্তি 

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

চাঁচলে পালিত হলো সারা ভারত অন্তরাষ্ট্র ব্রাহ্মণ মহা সংস্থার চতুর্থ বর্ষপূর্তি 

উজির আলী,চাঁচল;২২ সেপ্টম্বর: 
সারা ভারত অন্তরাষ্ট্র ব্রাহ্মণ মহা সংস্থার চতুর্থ বর্ষ পুর্তি মহাসমারোহে উদযাপন হলো চাঁচলে। রবিবার একটি বেসরকারি ভবনে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয বলে খবর়। মহা সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পাশাপাশি এদিন ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা ঠাকুর পশুরাম এর মূর্তিতে পুষ্পাঞ্জলী দিয়ে প্রয়োগের মন্ত্র উচ্চারণ করে পূজো পাটের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। এদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনটি রাজ্য প্রহারিপণ্ডিত দুলাল পান্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য প্রহারি চক্রবর্তী, মালদা জেলার প্রহারি গৌতম চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিল সমগ্র চাচল মহাকুমা ছটি ব্লকের ব্রাহ্মণেরা।

এদিন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রহারি সমীর চক্রবর্তী, গোটা ভারতবর্ষের ব্রাহ্মণদের এক ছাতার তলায় নিয়ে আসার জন্যই এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণ সমাজের যে সমস্ত ব্রাহ্মণেরা যারা অতি দরিদ্র অতি কষ্টে তাদের সংসার চলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যাতে পায় সেই আবেদনই আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে জানাবো বলে জানান উদ্যোক্তারা।