ছেলে ধরা সন্দেহে মাদুলি বিক্রেতাদের গণপিটুনির অভিযোগ এলাকাবাসীদের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছেলে ধরা সন্দেহে মাদুলি বিক্রেতাদের গণপিটুনির অভিযোগ এলাকাবাসীদের বিরুদ্ধে।
মালদা:
ছেলে ধরা সন্দেহে বিভিন্ন রাজ্য থেকে মাদুলি বিক্রেতাদের গণপিটুনির অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। এমনকি মাদুলি বিক্রেতাদের গণপিটুনির হাত থেকে বাঁচাতে গিয়ে পুলিশকে মারধর খেতে হয় এলাকাবাসীর হাতে। তাছাড়াও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন থেকে মালদা হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা অঞ্চলে বাচ্চা ধরা নিয়ে গুজব ছড়িয়েছে। তারই জেরে বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজ্য থেকে মাদুলি বিক্রি করতে আসা ৫ জন মাদুলি বিক্রেতাদের মারধর করে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা হরিশচন্দ্র পুর থানার বিশাল পুলিশ বাহিনী। পাঁচজন পুরোহিতকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এলাকাবাসীদের। এমনকি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসীরা।পরিস্থিতি সামাল দিতে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বিশাল রেব বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়, এবং পাঁচজন মাগুরি বিক্রেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মালদা হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ঘটনা সম্পর্কে হরিশ্চন্দ্রপুর থানা আইসি জানান ছেলে ধরা সম্বন্ধে এলাকায় গুজব ছড়ানো হয়েছে। গুজবে কান দেবেন না, গুজবের জেরে মালদা হরিশ্চন্দ্রপুর থানা গাড়ি ভাঙচুর করেছে এলাকাবাসীরা, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই।