শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে নির্বিঘ্নে বিশ্বকর্মা পুজো চলছে, পূজো থানা চত্বরেও

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

উজির আলী, ১৮ সেপ্টেম্বরঃ চাঁচল

______________________________
বুধবার চাঁচলে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিভিন্ন অফিসসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুজো শুরু  হয়েছে।পুজো ঘিরে এদিন সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল নেমেছে বলে খবর। 
বুধবার চাঁচল শহর জুড়ে বেশ কিছু বিশ্বকর্মার মন্ডপ চোখে পড়েছে তারই মধ্যে
এদিন চাঁচল থানা চত্বরেরও  বিশ্বকর্মা পূজোর মন্ডোপ হয়েছে। পূজা চলাকলীন আই সি সুকুমার ঘোষ এদিন ঢাক বাজালেন বলে খবর। কর্তব্যরত সমস্ত পুলিশ কর্মী মেতে উঠেন পূজোতে। পূজো শেষে ভোগ বিতরনীও করা হয় বলে খবর। 
চাঁচলের আই এন টি টি ইউ সির টোটো চালকের ইউনিয়ন এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে জাঁকজমক করেছে। চাঁচল-আশাপুর রাজ্য সড়কের হসপিটাল মোড়ে টোটো চালকরা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত করেছে।এছাড়াও চাঁচল শহরের ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মন্ডপ এবং আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। চাঁচল টোটো ইউনিয়নের সভাপতি দেবব্রত সিংহ ও কার্যকরী সভাপতি টিঙ্কু আলী জানিয়েছেন যে, প্রতিবছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে পুজোর আয়োজন করা হয়। টোটো চালকেরা গণ্ডিবদ্ধ ছাড়িয়ে সার্বজনীন বিশ্বকর্মা পূজা রূপান্তরিত হয়েছে। টোটো ইউনিয়নের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় পথচারী ও যাত্রীদের খিচুরি ভোগ বিতরন করবেন বলে খবর। চাঁচলে রয়েছে সম্ভাব্য ৮০০ টোটো চালক। ভোগ বিতরনী পর্বে ৩০০ টোটো চালক উপস্থিত থাকবেন বলে ইউনিয়ন সূত্রের খবর। তবে প্রত্যেককেই আহবান করা হয়েছে বলে জানান টিঙ্কু আলী।