শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৮ দফা দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

মহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

মহঃনাজিম আক্তার 

হরিশ্চন্দ্রপুর, ১৬ সেপ্টেম্বরঃ

আঠারো দফা দাবিতে সোমবার  প্রায় ১১ টা নাগাদ স্কুল অফিস ঘিরে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রসিদাবাদ জিপির চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।এদিন বিক্ষোভ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ গ্রহণ করেছিলেন।সকাল ৯ টা হতেই স্কুল চত্বরে জমায়েত হতে শুরু করে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা।প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী একাধিক দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।তাদের দাবি গুলি হল - ছাত্র সংখ্যার অনুপাতে অবিলম্বে উপযুক্ত সংখ্যায় শিক্ষক  নিয়োগ করাতে হবে, কোনো ছাত্র-ছাত্রীর কাছ থেকে জোর করে বেশি স্কুল ফি আদায় করা যাবে না, স্কুলের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিষয় নির্বাচনের ব্যাপারে কোনো প্রকার জবরদস্তি করা যাবে না, সময় মতো প্রতি পিরিয়ড গুরুত্ব সহকারে সম্পূর্ন করতে হবে, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের করতে হবে, নিয়মিত স্কুলের টয়লেট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে, মিড-ডে মিল পরিবেশনের  জন্য অবিলম্বে ডাইনিং রুমের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য  খেলাধূলার যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, স্কুল লাইব্রেরী অবিলম্বে চালু করতে হবে, রসিদ ছাড়া আর্থিক লেনদেন করা যাবে না, প্রতি বছর বই পরিবর্তন করা যাবে না ও দশম  ও দ্বাদশ শ্রেণির  ছাত্র- ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান  প্রতি বছর যথাযথ সম্মানের সহিত পালন করতে হবে।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে  হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে  তা নিয়ন্ত্রণ করেন।

প্রধান শিক্ষক জুলফিকার আলি জানান,  শিগ্ররই ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিয়মিত পঠনপাঠন শুরু হবে ।