বিএসএফের জালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ধৃত ১৯টি গরু
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
মালদা:
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ১৯টি গরুসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনীর ৭৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। ধৃতের নাম মুক্তার হোসেন( ৩৫)। বাড়ি মালদা বৈষ্ণবনগর থানার তোর পরদেওনাপুর চালাকপাড়ায়। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ১৯টি গোরু নিয়ে শোভাপুর বিওপি দিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল পাচারকারী। বিএসএফ জওয়ান দের সন্দেহ হলে উদ্ধার হয় দুটি গোরু, আটক এক পাচারকারী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা ধাওয়া করে তাকে ধরে ফেলে। এছাড়াও শুক্রবার রাতে বাংলাদেশে পাচারের আগেই ১৭টি গোরু উদ্ধার করেছে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ান। গোরুগুলিকে জলে ভাসিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। স্পিড বোট নিয়ে জলপথে তল্লাশি চালানোর সময়েই সেগুলিকে উদ্ধার করা হয়।