শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল বেশ কিছু গবাদি পশুর

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

আগুনে পুড়ে মৃত্যু গবাদি পশুর চিত্র

আগুনে পুড়ে মৃত্যু গবাদি পশুর চিত্র

চাঁচলঃমালদা

অগ্নিকান্ডে সম্পুর্ণভাবে ভস্মীভূত হল গৃহস্থ বাড়ির গোয়ালঘর, মৃত্যু হল বেশ কিছু গবাদি পশুর। মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার কোবাইয়া গ্রামের ঘটনা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মালিক নজরুল ইসলামের । শনিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
মশা তাড়ানো আগুন বিশিষ্ট পোড় থেকেই আগুন লাগে বলে অনুমান গ্রামবাসীর। 
সেই আগুনে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে বাড়ির গোয়ালঘরে লেগে যায় আগুন। যদিও স্থানীয়রা সেই আগুন কে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিছু গবাদি পশু। আগুনে নিয়ন্ত্রনে আসার ফলে গ্রামবাসী দমকল বাহিনীকে ফোন করেননি বলে খবর।তিনটি গবাদি পশু সহ ওই গোয়াল ঘরটি সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মালিক নজরুল ইসলামের। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ৫ টি ছাগল,২ মহিষ,অগ্নিদদ্ব হয়ে বেঁচে থাকলেও মারা যায় তিনটি গরু।
এনিয়ে শনিবার চাঁচল ১ নং ব্লক আধিকারিকের কাছে লিখিত ভাবে সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্ত পরিবার বলে খবর।