শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তপ্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

 মালদা:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। উপাচার্যকে ঘিরে ‘চোর’ স্লোগান তুলল ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তাঁদের সময় মেনে কাজ করছেন না উপাচার্য। সিলেবাস বাড়িয়ে সময় কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিযেছেন তিনি। যার ফলে চরম সমস্যার মুখে পড়তে চলেছে বহু ছাত্র-ছাত্রী। সিলেবাস এতটাই যে তা এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ হওয়ার নয়। তার উপর উপাচার্য সময়ও কমিয়ে দিয়েছেন। ফলে কোনওমতেই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ হবে না। যে কারণে অনেক পড়ুয়াই পরীক্ষায় উত্তীর্ণ হবে না।আবার অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অন্দরে এখন শুধুই দুর্নীতি। সব বিষয়েই দুর্নীতি। আর সেই দুর্নীতিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।