শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হরিশ্চন্দ্রপুরে ডাকাতিহওয়া পরিবারকে সাহায্য করলেন প্রাক্তন বিধায়ক

মহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

হরিশ্চন্দ্রপুরঃমালদা

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির আলিনগর গ্রামের পিপল তলায় আব্দুল রহমানের বাড়িতে সোমবার ডাকাতি হয়। ১০ থেকে  ১২ জন ডাকাত মধ্যরাতে মুখে কালো কাপড় বেঁধে বাড়ির দরজা ভেঙে ৭ হাজার টাকা, ২৫ ভরি চাঁদি ও সোনার গয়না সহ চাল, ডাল লুট করে নিয়ে যায়।পরিবারটি  সর্বস্বান্ত হয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ছিলেন হরিশ্চন্দ্রপুর  থানার পুলিশ ও রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেনও । 
শুক্রবার তজমূল হোসেন সর্বস্বান্ত পরিবারটিকে চাল, ডাল, কাপড় , পলিথিন,রান্নার বাসনপত্র ও নিজ  অর্থভান্ডার থেকে সাধ্যমতো অর্থ দিয়েও সাহায্য করেন।

তজমূল হোসেন বলেন,"প্রশাসন  সবসময় তাদের সহযোগিতায়  আছে।ভয়ের কোনো কারণ নেই। আমি সবরকম সহযোগিতা করে যাব।ডাকাত দলের সন্ধানে  হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।"

এদিন উপস্থিত ছিলেন, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ১০০দিন কাজের প্রকল্পের সভাপতি আফসার আলি,মালদা জেলার তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি মকরম আলি,হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের সভাপতি কোয়েল দাস  মহেন্দ্রপুর জিপির তৃণমূল দলের উপপ্রধান ক্যালেন্ডার, স্থানীয় তৃণমূল নেতা জুবেদ আলি সহ  তৃণমূল দলের নেতারা ।