শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

প্রতীক ছবি

প্রতীক ছবি

চাঁচলঃ

এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা। 
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে,
মালদহের চাঁচল-আশাপুর রাজ্য সড়কের উপর,খরবা রাইসমিলের পূর্বে জেডিপি ইট ভাটার ধারে বট গাছের কাছে। দুপুরে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে মাথা গোজার ঠাই নেন মোসারফ হোসেন। জানা যায়, খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুরের বাসিন্দা মোসারফ হোসেন। তিনি একটি ক্ষুদ্র ধান মিলে কাজ করেন।
সপ্তাহের শেষে এদিন মিলের মালিক মোসারফকে ১ লক্ষ টাকা তুলতে যেতে বললে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরার পথে ইট ভাটার কাছে ঘটনাটি ঘটে বলে খবর। মোসারফ জানান, এক বাইকে দুজন হেলমেট পরে আসা দুষ্কৃতিরা আমাকে ধাক্কা মেরে গাড়ির ডিগগি ভেঙে নগদ ১ লক্ষ টাকা সহ সমস্ত দরকারি নথি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এমতাবস্থায় মোসারফ হোসেন চাঁচল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌছায় চাচল পুলিশ। তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীরা দ্রূত পুলিশের কাছে ধরা খাবে বলে জানান চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ।