গতিধারা প্রকল্পে গাড়ি কিনে বিপাকে গাড়ি মালিকেরা, প্রতিবাদ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
গতিধারা প্রকল্পে গাড়ি কিনে বিপাকে গাড়ি মালিকেরা, প্রতিবাদে রাস্তা অবরোধ।
মালদা: গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে গাড়ির মালিকেরা। বিভিন্ন সরকারি দপ্তরের হয়রানির অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ি মালিকেরা।এই দিন সকল গাড়িমালিকদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা উজ্জ্বল রায়ে, তাঁরই নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হন শতাধিক বিজেপি কর্মীও। সোমবার সকাল ১০ টা থেকে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ইংরেজবাজার থানার কোতুয়ালি অঞ্চলের দুর্গামোরে এই পথ অবরোধে শামিল হন গাড়ির মালিকরা এবং বিজেপি কর্মীরা।
এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় মালদা ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে বিজেপি নেতা উজ্জল কুমার রায় জানান, গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে ৪০ থেকে ৪৫ জন গাড়ি মালিক। তাদের নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেয়। রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলতে বাধা দেওয়া হয়। সঙ্গে পুলিশের হয়রানি। এর ফলে প্রতিদিন তাদের রুজি রোজগার কমে আসছে। ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে গতিধারা প্রকল্পের মাধ্যমে তারা যে গাড়ি নিয়ে ছিল এখন সেই ঋণ পরিশোধ করতে পারছে না। তাই এই সকল গাড়িমালিকদের সমস্যার সমাধান না হলে আগামীতে বড়োসড়ো আন্দোলন সংগঠিত করবে বিজেপি, বলে জানান উজ্জ্বল রায়।অন্যদিকে এই বিষয়ে গাড়ি মালিকরা জানান, রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি নিয়ে তারা আজ দিশেহারা। পুলিশি হয়রানি সহ বিভিন্ন রকম হয়রানির শিকার তারা। মাসিক কিস্তি দিতে পারছে না তারা। তাই তাদের এই আন্দোলন।