সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চা বিরতির পরে প্যাভিলিয়নে মুশফিক

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:২৩ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৮২ রানের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চা বিরতির পরেও অব্যাহত রয়েছে। মুশফিকুর রহিমের উইকেট পতনের পর এখন পর্যন্ত টাইগারদের স্কোর ৬ উইকেটে ৮২ রান।

জারভিসের করা ব্যাক অফ লেন্থে করা অফ স্টাম্পের ওপরে এক্সট্রা বাউন্সের বল মুশফিক খোঁচা মেরে নিজের বিপদ ডেকে আনেন। তাতে করে বল চলে যায় চাকাভার গ্লাভসে এবং শেষ হয় ৫৪ বলে ৫ চারের মারে ৩১ রান করা মুশফিকের ইনিংস। 

এর আগে বিনা উইকেটে ২ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তার একটু পরেই চাতারার অফ স্টাম্পের ওপরে করা বল অ্যাঙ্গেল ব্যাটে খেলতে গিয়ে বল ইমরুলের ব্যাটে লেগে ইনসাইডেজ হয়ে স্টাম্পে আঘাত হানে। তাতে টাইগারদের প্রথম উইকেটের পতন ঘটে।

খানিক পরে টাইগার শিবিরে আঘাত হানেন জারভিস। তার করা অফ স্টাম্পের বাইরের বল চালাতে যান লিটন। কিন্তু বল তার ব্যাটে লেগে চলে যায় সোজা চাকাভার গ্লাভসে। ফলে লিটনের ইনিংস মাত্র ৯ রানেই শেষ হয়।

দলীয় ১৯ রানের মাথায় চাতারার অফ স্ট্যাম্পের বল শান্ত মারতে গেলে বল তার ব্যাটের কানায় আলতোভাবে স্পর্শ করে জমা পড়ে চাতারার গ্লাভসে। আম্পায়ার আউট না দিলেও জিম্বাবুয়ে রিভিউ নিলে তাতে সফল হয় এবং শান্ত আউট হয়ে ফেরত যান।   

তার ২ বল পরই চাতারার অফ স্টাম্পের বল রিয়াদের ব্যাটে লেগে ইন্সাইডেজ হলে বল স্টাম্পে আঘাত হানে। তাতে রানের খাতা খোলার আগেই রিয়াদ বোল্ড হয়ে যান। 

দলীয় ৪৯ রানের মাথায় সিকান্দার রাজার করা অফ ব্রেকের বিপক্ষে খেলতে যান মুমিনুল। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় সরাসরি স্লিপে দাঁড়িয়ে থাকা হ্যামিল্টন মাসাকাদজার হাতে।

তার আগে রবিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৪৬ রান যোগ করে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। 

দিনের শুরুতে ৮৫ বলে ২৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলা রেজিস চাকাভা আউট হন তাইজুলের বলে। তার বলে চাকাভা বলটি আলতো করে ক্লিপ শট খেলতে গেলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শান্ত দারুণ ক্ষিপ্রতায় নিজের শরীর ঘুরিয়ে নিয়ে বল তালুবন্দী করেন।

এরপর তাইজুলের করা লেন্থ বল হ্যামিল্টন মাসাকাদজা সোজা ব্যাটে খেলতে যান। কিন্তু বল তার ব্যাটে লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়লে তিনি বিদায় নেন। একইসঙ্গে তাইজুল তুলে নেন তার চতুর্থ উইকেট। খানিক পরে নাজমুল ইসলাম অপুর মিডল স্টাম্পের ওপর করা লেন্থ বল মাভুতার প্যাডে আঘাত করলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি সাজঘরে ফিরে যান। 

লাঞ্চের সামান্য আগে পরপর দুই বলে কাইল জারভিস এবং টেন্ডাই চাতারাকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ করে দেন। 

জিম্বাবুয়ের পক্ষে শেন উইলিয়ামস সর্বাধিক ৮৮ রান করেন, এছাড়া, পিটার মুর ৬৩ এবং হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন। 

টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৩৯ ওভার ৩ বলে ৭ মেডেনসহ ১০৮ রান দিয়ে নেন ৬ উইকেট। এছাড়া অপু ২টি, এবং রাহী ও রিয়াদ নেন একটি করে উইকেট।