বাড়ি দখলে বাধা দেওয়ায় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত মা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বাড়ি দখলে বাধা দেওয়ায় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত মা ও তার সন্তান।
: বাড়ি দখলে বাধা দেওয়ায় মা ও তার ছেলে মেয়েকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। একই পরিবারের ৩ সদস্য গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার মিল্কি পাঠান পাড়া গ্রাম এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, আহত মা মনিমালা ঘোষ (৫০) মেয়ে তনুশ্রী ঘোষ (২৮)ও ছেলে তন্ময় ঘোষ (২৫)। মনিমালা ঘোষের অভিযোগ, তাদের বসতভিটা রয়েছে চার কাঠা জমির উপরে। দীর্ঘদিন ধরেই এলাকার জমি মাফিয়া পঙ্কজ পাঠক ও রাজু মন্ডল সহ বেশ কয়েকজন জমি মাফিয়া ওই জমি দখলের চেষ্টা করে। এর ফলে সেই সময় তাদেরকে মারধর করে বাড়ি থেকে বেড় করে দেয়। ঘটনায় স্থানীয় মিল্কী ফাড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা আদালতের মাধ্যমে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি অভিযুক্তরা ছাড়া পেয়ে ফিরে আসে। এরপর থেকে প্রতিনিয়ত পঙ্কজ পাঠক ও তার জমি মাফিয়া দলবল তাদের প্রাননাশের হুমকি দিচ্ছে। ফের বৃহস্পতিবার রাতের অন্ধকারে বসত ভিটা দখলের চেষ্টা করে জমি মাফিয়া পঙ্কজ পাঠক সহ দলবল। ঘটনা দেখতে পেয়ে বাঁধা দিলে মা মনিমালা ঘোষ ও তার ছেলেমেয়েকে পিটিয়ে খুনের চেষ্টা করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই জমি মাফিয়ারা পালিয়ে যায়। গুরত্বর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আহতদের পক্ষ থেকে পঙ্কজ পাঠক সহ সাত জনের নামে মালদা ইংরেজবাজার থানার অর্ন্তগত মিল্কী ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে।পুলিশ সুত্রে জানা গিয়েছে,ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।