শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলাল উচচ বিদ্যালয়ে নৃত্য নাট্যের মাধ্যমে পালিত হল শিক্ষক দিবস।

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার


গাজোলঃ
মালদহের গাজোল ব্লকের
 আলাল উচচ বিদ্যালয়ে
 সাংষ্কৃতিক অনুষ্ঠানের
 মাধ্যমে বৃহস্পতিবার পালিত 
 হল শিক্ষক দিবস।
অনুষ্ঠানে সঙ্গীত,নৃত্য,নাট্য,আবৃতি
 ও মুখা   অভিনয়ের মাধ্যমে 
 ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে । 
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন আগরওয়ালা

 সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,

বিদ্যালয়ের কর্মী বৃন্দ,
 অভিভাবক-অভিভাবিকরা। 
 রাজ্য সরকার কন্যাশ্রী ও রুপশ্রী
 প্রকল্প নিয়ে এদিনের মঞ্চে নাটক
 আয়োজিত হয় বলে জানান
 নাটিকার পরিচালক তথা
 বিদ্যালয়ের ইংরেজী বিভাগের
 শিক্ষক মোশারফ হোসেন।
আঠারো বছর পূর্বে কন্যার 
   বিয়ে নয়। বাল্য বিবাহ রোধ,
    স্কুলছুটদের স্কুলে ফেরাতে
     নাটকের মাধ্যমে বিভিন্ন
 দারিদ্রিক অভিনয় করেছেন
 নাট্য পড়ুয়া শিল্পীরা। নাট্য মাধ্যমে
 বিদ্যালয়ে দরিদ্র কন্যাশ্রীদের
 ফেরানোর অভিনয়ে নাট্যকারদের 
সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের
 প্রধান শিক্ষক মিঠুন আগরওয়াল।