শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 মালদা:

বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা বৈষ্ণবনগর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের।
মৃত যুবকের নাম আব্দুল রহিম(২৪)। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃতের বাবা রইসউদ্দিন মিয়াঁ জানান, রাত্রিবেলা ছেলে ও তার দুই বন্ধু মোটর বাইকে করে কালিয়াচক থেকে বাড়ি ফিরছিল। সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরে জোড়াবাগান এলাকায় তাদের বাইক থামায় সহিদুল শেখ ওরফে ছোট পাক্কার। এরপর সে আব্দুলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুই বন্ধু পালিয়ে গেলেও আব্দুল রহিমের বুকে ও পায়ে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা রক্তাক্ত আব্দুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বা ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।