চাঁচলে মহরমের শান্তি বৈঠক, নিষিদ্ধ অস্ত্র ও অগ্নি-মশাল।
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
চাঁচলঃ
মালদহের চাঁচল থানার উদ্যোগে আসন্ন পবিত্র মহরম উপলক্ষে মহরম কমিটির সিক্রেটারিদের নিয়ে শান্তি বৈঠক করল প্রশাসন। চাঁচল এম জি এন আর ইজিএস ভবনে বুধবার ওই শান্তি বৈঠকের আয়োজন করা হয়। পূর্ব নির্ধারিত নিয়মঅনুযায়ী মহরমের শোভাযাত্রা, লাঠি খেলা ইত্যাদি পালন করা হবে। কেউ যেন মদ খেয়ে মাতলামি বা অস্ত্র নিয়ে খেলা বা ঘোরাঘুরি না করেনন সেই আহ্বান প্রশাসনের পক্ষে জানানো হয়। ওই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, চাঁচল-১ ব্লক আধিকারিক সমীরন ভট্টাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল-১ নং ব্লকের সমস্ত মহরম কমিটির সিক্রেটারিগন।
পারস্পরিক সহযোগিতা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহরম পালিত হবে বলে আশ্বাস দেন সিক্রেটারিরা। অপরদিকে এবার মহরমে এলাকার সমস্ত মহরম কমিটিগুলোকে অগ্নি মশাল ও অস্ত্র ছাড়াই মিছিল করতে হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়।