শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁচলের কনুয়ায় আগুনে ভস্মীভূত তথ্যমিত্র কেন্দ্র,ক্ষতি লক্ষাধিক

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

 চাঁচল : কনুয়া অগ্নিকান্ডে এক কৃষকের একটি গোয়াল ঘর ও এক ব্যক্তির তথ্য মিত্র কেন্দ্র আগুনে ভষ্মিভূত হয়েছে। আগুনে পুড়ে 2টি গরু দগ্ধ অবস্থায় দুটি গরু মারা যায় বলে খবর। মঙ্গলবার ভোররাতে চাঁচলের কনুয়া বাজারে ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে ঘটনাটি স্থানীয়দের চোখে পড়ে।

 ওই গ্রামের কৃষক কামাল সিরাজের গোয়াল ঘরের মশা তাড়ানো খড়ের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হলে তা মূহুর্তের মধ্যে গোয়াল ঘর লাগোয়া তথ্যমিত্র কেন্দ্রীটিতে আগুন লাগে বলে অনুমান করছে গ্রামবাসী।
এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবার সহ তখন নিদ্রায় ভরপুর।
তাই দমকলের সাহায্য নেওয়া যায়নি বলে জানান গ্রামবাসি ওবাইদুর রহমান।
 12 টি ডেস্কটপ,1 টি ল্যাপটপ, একটি ছোটো ও একটি বড়ো জেরক্স মেশিন, কালার প্রিন্টার, ও বিভিন্ন রকমের দরকারি নথি পুড়ে ছাই হয়েছে, বলে জানান   ক্ষতিগ্রস্ত তথ্যমিত্রের  মালিক আবু তালেব। বর্তমানে তালেব কলকাতাতে রয়েছে। দুঃসংবাদটি তার স্ত্রী ফোনে জানান তালেবকে।
 আগুনে প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ তথ্যমিত্র কেন্দ্রের মালিক জানিয়েছে জানিয়েছে। 
বিমা সংস্থায় বিষয়টি জানাবেন বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত তালেব।