পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
হক জাফর ইমাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মালদা:
সম কাজে সম বেতন, তাদের স্বীকৃতি, সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ ধর্মঘটে সামিল হলেন পশ্চিম বঙ্গ কলেজ ক্যজুয়াল কর্মী সমিতির সদস্যরা। সোমবার মালদা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারী সদস্যরা। সোমবার সকাল ১১ টা থেকে সংগঠনের সদস্যরা মালদা কলেজ গেটের সামনে বিক্ষোভ অবস্থান করেন। বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি তুলে তারা এই আন্দোলনে শামিল হন। তারা বলেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা পরিশ্রম করেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা একই বেতনে কাজ করে চলেছেন। তাই তারা সোমবার মালদা কলেজ গেটের সামনে বিক্ষোভ অবস্থান ও ধর্মঘটে শামিল হন। বেতন বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি নিয়ে সংগঠনের সদস্যরা আন্দোলনে সামিল হন।