শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের রাজনগরে গুলি করে আত্মঘাতী এক প্রবীণ ব্যাবসায়ী।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

 

 

বীরভূমের রাজনগরে বড়বাজারে রবিবার রাত্রে নিজে গুলি করে আত্মঘাতী হলেন এক প্রবীণ ব্যাবসায়ী। প্রবীণ ওই ব্যাবসায়ীর নাম সুধীর দে। বয়স প্রায় ৯২। বাড়ী রাজনগরের বড়বাজারে। সেখানেই তাঁর হার্ডওয়ারের ব্যাবসা রয়েছে।  অনুমান করা হচ্ছে সুধীর দে  দীর্ঘদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার রাত্রি প্রায় আটটা নাগাদ তিনি তাঁর নিজের লাইসেন্সপ্রাপ্ত রাইফেলটি নিজের গলায় লাগিয়ে গুলি করে আত্মঘাতী হন। জানা গেছে বাড়ীর লোকজন বন্দুকের গুলির আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখেন সুধীর দে বাড়ীর দোতলায় নিজের শোয়ার ঘরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন। পাশে পড়ে রয়েছে তাঁর লাইসেন্সপ্রাপ্ত রাইফেলটি। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এরপর ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিকভাবে অনুমান এটি আত্মহত্যার ঘটনা। প্রবীণ ব্যাবসায়ী সুধীর দে এলাকার নামকরা ব্যাবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। হার্ডওয়্যার ও গাড়ী ব্যাবসার আগে সুধীর বাবুর রাজনগরের বড়বাজারে ধানের আড়ৎ ছিলো। বর্তমানে সুধীরর এক পুত্র ও দুই কন্যা রয়েছে । সুধীর বাবু তাঁর পুত্র সোমনাথ দে ওর্ফে টিসু, পুত্রবধূ ও দুই নাতির সঙ্গে বসবাস করতেন। আত্মহত্যা কি না তার তদন্ত করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।