সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী ৩১আগস্ট এন আর সি চুড়ান্ত তালিকা প্রকাশ হবে

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২২ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

আগামী ৩১আগস্ট এন আর সি চুড়ান্ত তালিকা প্রকাশ হবে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি.

অসম প্রতিনিধি

দির্ঘদিনের অসমবাসীর স্বপ্ন পূরণ করতে মহামান্য উচ্চতম ন‍্যায়লয়ের তত্বাবধানে আগামীকাল অসমে এন আর সির চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এই তালিকায় যদি কোন প্রকৃত ভারতীয় মানুষের নাম বাদ পড়ে তাহলে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠন মিলে ওদের হয়ে আইনী সহায়তা করবে। আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। তিনি বলেন আসামে রাষ্টীয় নাগরিকপঞ্জির (এন আরসি) চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট প্রকাশ হবে তাই বরাক উপত্যকা তথা ঘোটা অসমের প্রত‍্যেক জনসাধারণকে  সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। রাজ‍্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং আরএসসের বিভিন্ন দায়িত্বশীল নেতারা সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন সময় অনেক মন্তব্য করতে দেখা গেছে তাই ৩১ আগস্ট এন আর সি প্রকাশের মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন লস্কর। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু রাষ্টীয় নাগরিকপঞ্জি প্রস্তুত হয়েছে তাই প্রকৃত ভারতীয় নাগরিকের নাম এন আর সির তালিকায় সন্নিবিষ্ট হবে এতে চিন্তার কোন কারণ নেই এবং এন আর সি প্রকাশের পর যাহাতে সমাজে সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় থাকে এবং কোন ধরনের গুজবে কান না দিয়ে মহামান্য উচ্চতম ন‍্যায়লয়ের উপর ভরসা রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান এবং সোসিয়াল মিডিয়া বিতর্কিত বা উস্কানিমূলক কোন ধরনের পোস্ট না করার জন্য আহ্বান জানান কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর।


নীচের ছবিতে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখচ্ছেন কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।