চাঁচলের গালিমপুর শর্ট বাউন্ডারী ক্রিকেটে জয়ী দুই জেলা।
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৪ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার
চাঁচলঃ
চাঁচলের গালিমপুর উত্তর পাড়া যুব বৃন্দের উদ্যোগে, ২৬ শে আগষ্ট থেকে চারদিন ধরে এক শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট খেলা আয়োজিত হয়। মালদহ জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে মোট ৩৬ টি দল খেলায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মালদা জেলার দরিয়াপুর বনাম উত্তর দিনাজপুর জেলার জামালপুরের মধ্যে ফাইনাল খেলা শুরু হয় বৃহস্পতিবার। সূত্রের খবর, ফাইনালে দরিয়াপুর দল চ্যাম্পিয়ন হয় ও রানার্স হয় উত্তরদিনাজপুরের জামালপুর দল। জয়ী দলকে(প্রথম) ট্রফি সহ নগদ ১০,০০০ ও রানার্স দলকে ট্রফি সহ নগদ ৫০০০ নগদ টাকা পুরষ্কার তুলেদেন সকল উত্তরপাড়া যুবক বৃন্দ।
যুবক বৃন্দের পরিচালনায়
গ্রামীন ক্রীড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামবাসীরাও। তবে জানা যায়, প্রতিদিন খেলায় দর্শকের ভিড় ছিল নজরকাড়া। খেলাটি প্রায় উৎসবে পরিণত হয়েছিল বলে খবর। উত্তরপাড়া ক্রিকেট দলীয় সূত্রে খবর, গত বছরও দরিয়াপুর চ্যাম্পিয়ন হয়।