শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খরবা ১ নং চক্রের ২ নং প্রাথমিক বিদ্যালয়ে মিলছে না বিদ্যুৎ,ক্ষোভ

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবিঃ কলিগ্রাম 2 নং প্রাথমিক বিদ্যালয়।

ছবিঃ কলিগ্রাম 2 নং প্রাথমিক বিদ্যালয়।

চাঁচলঃ

দুর্ভোগ পোহাচ্ছে খরবা ১ নং চক্রের কলিগ্রাম ২ নং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

বিদ্যালয়ের পাশেই সঞ্চালন লাইন নিয়ে দাঁড়িয়ে আছে খুঁটি। কিন্তু বিদ্যালয়ের নির্মানকালীন ধরে দেখা নেই বিদ্যুতের। এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছে প্রথমিক ছাত্রছাত্রীরা। 
বিদ্যালয় সূত্রে জানা গেছে,, বহুদিন ধরেই বিদ্যালয়ের সমস্ত কক্ষে ওয়্যারিং ও পাখা লাগানো হয়েছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এ বিদ্যালয়ে পড়াশোনা করে ১৮৭ জন ছাত্রছাত্রী ও ০৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন।

বিদ্যালয়ের পরিচালক কাঞ্চন মাষ্টার বলেন, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৭ জন শিক্ষার্থী, গরমে অনেক কষ্ট করে লেখাপড়া করছে। শ্রেনী কক্ষে পাখা থাকলেও তা বিদ্যৎ শক্তির কারনে অচল। 
২ নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ চক্রবর্তী জানান,  বিদ্যুতের জন্য ২০১৪ সালে চাঁচল ইলেকট্রনিক অফিসে নথি জমা দেওয়া হয়। পাঁচ বছর ধরে অপেক্ষায় রয়েছিলাম বিদ্যুত পরিষেবার। আবার পুনরায়, গত দুই মাস আগে অফিসে নথি জমা দিয়ে আসি। ইলেকট্রনিক অফিসের প্রবন্ধক আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই মিলবে সংযোগ। বহুদিন হয়ে গেল তবুও কোনো পাত্তা নেই বলে অভিযোগ করছে প্রধান শিক্ষক। প্রসঙ্গত জানা যায়, শ্রেনী কক্ষে পাখা অচল থাকায়, পড়ুয়ারা দৈনন্দিন  অনুপস্থিত হচ্ছে। ব্যাহত হচ্ছ পঠন পাঠন। আবার কোনোদিন শেনীকক্ষে হাতেগোনা পড়ুয়া দেখা যায় বলে সূত্রের খবর।

চাঁচল স্টেশনের ম্যানেজার
 স্বরাজ দাস জানান, ওই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের জন্য আরেকটি খুঁটি প্রয়োজন, কন্ড্রাকটর কে জানানো হয়েছে, শীঘ্রই মিলবে সংযোগ।