স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের মূকাভিনয় জল সংকটের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের মূকাভিনয় জল সংকটের উপর।
দেশজুড়ে শুরু হয়েছে জল সংকট। জল সংরক্ষণ করা প্রয়োজন বুধবার স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা মূকাভিনয় করে অভিনব ভাবে জল সংকটের উপর সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করেন।এই তাগিদ অনুভব করার পরই বিভিন্ন ভাবে চলছে মানুষকে সচেতন করার কাজ। পড়ুয়াদেরকেও এ ব্যাপারে সচেতন করতে নামানো হয়েছে। গোটা জেলা জুড়ে এখন চলছে 'নির্মল বিদ্যালয় সপ্তাহ'। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার কাজও চলছে। বুধবার শহরের স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমির পড়ুয়ারা জল সংকট এর উপর একটি মূকাভিনয় করে দেখায়। ছাত্র-ছাত্রীদের এমন কাজ সত্যিই প্রশংসনীয়।