শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিগুরুর আদর্শে শিক্ষা বিষয়ক শিবির বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে সামনে রেখে বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং অ্যাহেড ইনিশিয়েটিভ ও তাঁতিপাড়া জাগরন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় একটি শিক্ষা শিবির আয়োজিত হল বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে।  রাজনগর ব্লকের তাঁতিপাড়া পঞ্চায়েতের ২৩ টি  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য চারটি পঞ্চায়েতের চারটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষক, শিক্ষা কর্মীদের নিয়ে প্রাসঙ্গিক শিক্ষার প্রসারে আলোচনা ও ভাবনা বিনিময় নামে এই কর্মশালাটি আয়োজিত হয়। 

এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের প্রাক্তন উপ-অধিকর্তা দিব্য গোপাল ঘটক, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, শিক্ষা কর্মাধক্ষ্য গোপাল ধীবর, রাজনগর অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান হাসুরানি গঁরাই, অ্যাহেডিনশিয়েটিভের স্বপন দাস, সুমিত সান্যাল, বিশ্বজিৎ নাথ, তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছা সেবী সংস্থার সম্পাদক সোমনাথ দে, চন্দন সিং, অসিত পাল ও অন্যান্যরা।

রাজনগর ব্লকের তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছা সেবী সংস্থার সম্পাদক সোমনাথ দে জানান চারগন্ডীর মধ্যে শিক্ষা ব্যাবস্থাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষকরা পারিপার্শ্বিক শিক্ষা শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শেখাতে পারেন সেসব দিকগুলি সম্বন্ধে অবগত করানো হয় এই শিবিরে। শিক্ষা গন্ডির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে কবিগুরুর সেই চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন।