গ্রামীণ সম্পদ কর্মীদের স্থায়ী করনের দাবীতে জেলা শাসককে ডেপুটেশন
মহঃ নাজিম আক্তার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার
হরিশ্চন্দ্রপুর, মালদা
মালদা,২৬ আগস্টঃ প্রতিশ্রুতি মতো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রাখেন নি।লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী গ্রামীণ সম্পদ কর্মীদের মাসিক বেতন চালু করার কথা মেনে নিয়ে নির্বাচনের পর তা লাগু করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন পর্ব মিটে গেলেও এখনও পর্যন্ত তাঁর প্রতিশ্রুতি মতো তিনি কাজ করছেন না।প্রতিবাদে আন্দোলনে নেমেছে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন।এদিন মালদা জেলার প্রায় পাঁচ শো গ্রামীণ সম্পদ কর্মী ন্যায্য অধিকারের দাবিতে জেলা শাসক কৌশিক ভট্টাচার্যের কাছে স্মারকপত্র জমা দেন।
সোমবার তাঁরা ৬ দফা দাবি নিয়ে জেলা শাসকে ডেপুটেশন দেন। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন গ্রামীণ সম্পদ সংগঠনের রাজ্য সম্পাদক ইলিয়াস আলম ও মালদা জেলা সাংগঠনিক সভাপতি আসিফ একবাল।ইলিয়াস আলম ও আসিফ একবাল জানান,‘আমাদের এখনও মাসিক বেতন চালু করা হল না। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন।এখনও তিনি তা লাগু করেন নি।
তাদের দাবি গুলি হলো, "সকল গ্রামীণ সম্পদ কর্মীদের ৬২ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা পূরণ করতে হবে।দক্ষ শ্রমিকের মজুরির হারে মাসিক বেতন চালু করতে হবে।গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়োগ পত্র ও সচিত্র পত্র প্রদান করতে হবে ।টিএ, ডিএ এবং স্বাস্থ্যবীমা সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।বিভিন্ন সরকারি প্রকল্পের উপর নিয়মিত অডিট করাতে হবে।"
জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, " উর্দ্ধতন কর্তৃপক্ষকে শিগ্ররই তাদের দাবি গুলি জানানো হবে।"এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ পত্র ও সচিত্র পত্র প্রদান করার আশ্বাস দেন ।