সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার
চাঁচলঃ
সোমবার গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত চাঁচল কলেজের 50 তম সুবর্ন জয়ন্তী বর্ষের সূচনা হল। এদিন একটি শোভাযাত্রা মধ্য দিয়ে সুবর্ন জয়ন্তী বর্ষের প্রারম্ভিক সূচনা হল। বৈকাল 4 ঘটিকা নাগাদ কলেজ চত্বর হইতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরূ হয়। উক্ত কলেজের ছাত্রছাত্রী,অধ্যাপক-অধ্যাপিকা,শিক্ষাকর্মী সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ও শোভাযাত্রায় পা মেলান। কলেজ রোডের পাশাপাশি সুভাষ মোড় সহ চাঁচল শহর পরিক্রমা করে শোভাযাত্রার বর্ণাঢ্য মিছিল। এদিনে ছাত্রছাত্রী সচেতনতামূলক প্রচারের জন্য নানা প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় হাটেন।
শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে সমবেত উপস্থিতিতে অধ্যক্ষ নুরুল ইসলাম কলেজের পতাকা উত্তোলন করেন। কলেজের নবীন প্রবীন ছাত্রছাত্রীদের স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা।
একইসঙ্গে কলেজের প্রয়াত প্রাক্তন অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্রছাত্রী ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এছাড়াও প্রতিবারের ন্যায় এবারও সুবর্ন জয়ন্তীতে সাংষ্কৃতিক অনুষ্ঠান, স্থাস্থ্য পরীক্ষা, অঙ্কন প্রতিযোগীতা,নৃত্য পরিবেশন ইত্যাদির মাধ্যমে মহাসমরোহে দিনটি উদযাপিত হয়। তবে এবছর এক নজরকাড়া আয়োজন সেচ্ছায় রক্তদান শিবির। এদিন বর্ষপূর্তিতে অধ্যাপক-অধ্যাপিকা,কলেজ কর্মচারী ও ছাত্রছাত্রী সহ সেচ্ছায় রক্তদান করেন। চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, কলেজের পার্শ্ববর্তী চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত রক্তের জোগান সংকটজনক হয়ে ওঠে। যা প্রায় সোশ্যাল মিডিয়ায় রোগীর পরিবারের রক্তের সন্ধান প্রচার দেখা যায়। তাই সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদানের উদ্যোগ।