রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।

মহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

 হরিশ্চন্দ্রপুর, মালদা 

হরিশ্চন্দ্রপুর,২৬ আগস্টঃ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নির্মল বাংলা গড়ার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে নির্মল  বিদ্যালয় সপ্তাহ উদযাপ।২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়দিন ব্যাপী সমস্ত প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসাতে নির্মল বিদ্যালয় সপ্তাহ ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই মর্মে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সোমবার  নির্মল বিদ্যালয় অভিযান অনুষ্ঠিত হল ।এ দিন এই কর্মসূচি উপলক্ষে স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়।ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইকরামুল হোসেন বলেন,”নির্মল বিদ্যালয় অভিযান উপলক্ষ্যে পুরো স্কুল চত্বর,শ্রেণি কক্ষ সহ স্কুলের পারিপার্শ্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।সাবান দিয়ে হাত ধোওয়ার পাঁচটি ধাপ শেখানো হয়, জল সংরক্ষন এবংএর উপকারিতা,নিরাপদ পানীয় জলের ব্যবহারের সচেতনতা ছাত্রছাত্রীদের কে জানানো হয়।”এ দিনের কর্মসূচিতে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা হাজির ছিলেন।

স্কুলের আংশিক শিক্ষক আব্দুস সোভান বলেন,"স্কুলকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে,তেমনি পরিবেশ বাঁচাতে সবুজায়ন করতে হবে।সেজন্য সর্বত্র বৃক্ষরোপণ করতে হবে।এভাবে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনও করা হয়।