সোমবার   ১৯ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২১ জ্বিলকদ ১৪৪৬

রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ১০:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

রতুয়াঃ

বিদ্যালয়ে তালা বন্ধ করে শিক্ষক শিক্ষিকারা ইচ্ছামতো ছুটি করে। শনিবার এমনই  ঘটনা ধরা পরলো রতুয়া 1 ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের উদয়পুর এস পি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ে আচমকা বিডিও  পরিদর্শনের সময় বিদ্যালয় বন্ধ থাকায় স্কুলের টি আই সি কে শো কোজ করলেন রতুয়া নিউ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক আজিজুর রহমান । রতুয়া 1 নং ব্লক বিডি ওর নির্দেশে বিদ্যালয় পরিদর্ষক শনিবার রাতেই শো কোজের চিঠি বিদ্যালয়ের টি আ ই সি কে পাঠিয়ে দেন বলে খবর। শো কোজের চিঠিতে সোমবারের মধ্যে স্কুল কর্তৃপক্ষকে স্কুল বন্ধ থাকার কারন ব্যাখ্যা করতে বলা হয়েছে । স্কুল বন্ধ রেখে শিক্ষক-শিক্ষিকারা ছুটি কাটানোই শিক্ষা অনুরাগী মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। শনিবার সারাদিন কোনও  ক্লাস হয়নি বলে খবর। স্কুলে মিড ডে মিল পরিষেবা ব্যাহত হয়েছে।  এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনিক নজরদারি ধারাবাহিকতা না থাকায় এইভাবে প্রতিনিয়ত  ফাঁকিবাজি চলছে। ওই বিদ্যালয়ে আনুমানিক  একশো জন পড়ুয়া পাঠরত। বে আইনি ছুটিতে পড়াশুনা থেকে বিরত হচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ।
বিদ্যালয় পরিদর্শক আজিজুর রহমান জানান,
এব্যাপারে বিভাগীয় পক্ষ থেকে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে বিদ্যালয়ের টি আই সি কবিতা মন্ডলকে।