মাদ্রাসার ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ স্থানে।
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৮ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
মাদ্রাসায় পড়াশোনা করেও যে সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছানো সম্ভব তা করে দেখালেন বীরভূমের সিরাজুল ইসলাম। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ "কোরান" সম্পূর্ন মুখস্থ করে হাফেজ হওয়া সিরাজুল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।
বীরভূমের মুরারই থানার কাসিমনগর গ্রামের সিরাজুল ইসলামের পড়াশোনার পাঠ শুরু হয় গ্রামেরই এক মাদ্রাসায়। এরপর উত্তরপ্রদেশের "দারুল উলুম মাদ্রাসা" থেকে সম্পূর্ন কোরান মুখস্থ করে "হাফেজ" ডিগ্রী লাভ করেন।
সেখান থেকে বাড়ি ফিরে সিরাজুলের ইচ্ছা জাগে সায়েন্স নিয়ে পড়ার। সেই অদম্য ইচ্ছে নিয়ে ভর্তি হন ইতিহাসবিদ গোলাম মোর্তাজার বর্দ্ধমানের মেমারীর মামুন ন্যাশনাল স্কুলে। সেখান থেকে সব বিষয়ে লেটার সহ কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক উত্তীর্ণ হন। এরপর কলকাতার জিডি একাডেমী থেকে উচ্চ-মাধ্যমিক এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অঙ্কে অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হন। সেখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজে এম.এস.সি.তে ভর্তি হন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। বর্তমানে সিরাজুল অ্যালজেবরা নিয়ে পিএইচডি করছেন।