মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহবাগ অভিমুখে জনস্রোত

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১০:০০ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে শাহবাগ অভিমুখে জনস্রোত তৈরি হয়েছে।  সারা দেশ থেকে দলে দলে ছুটে আসছেন আলেমরা।  ফজরের নামাজের পর থেকেই তারা আসতে শুরু করেছেন।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আলেমদের জনস্রোত।  তবে সকাল ৯টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় পরিপূর্ণ হয়ে গেছে।
কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে এ ‘শোকরানা মাহফিল’ আয়োজন করেছে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।
শোকরানা মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উদ্বোধনী অনুষ্ঠোনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আগেই ঘোষণা দিয়েছেন শোকরানা মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষের জন্য প্রস্তুতি রয়েছে।