একটি গাছ একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
একটি গাছ একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একশো দিন প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ‘একটি গাছ একটি প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প নিল গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে গোলাপগঞ্জ পঞ্চায়েত এলাকায়।রবিবার এলাকার বিভিন্ন জায়গায় কয়েকশো আম গাছ লাগানো হয়। গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত উদ্যোগে ও কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও গৌতম দত্তের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান প্রেমচাঁদ মন্ডল, পরিবেশ প্রেমী জিয়াউল হক সহ অন্যান্যরা। সবুজায়নের লক্ষ্যে গত কয়েকদিন ধরে গোলাপগঞ্জ এলাকাজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে গোলাপগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে। পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, ‘গাছ লাগান প্রাণ বাঁচান,এই স্লোগানকে সামনে রেখে প্রায় ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প নেওয়া হয় পঞ্চায়েত এলাকায়। উপপ্রধান প্রেমচাঁদ মন্ডল বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।
এক শ্রমিক ঈমানী হোসেন জানিয়েছেন, একশো দিন প্রকল্পের মাধ্যমে এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন বজায় থাকবে এবং এর পাশাপাশি একশো দিন প্রকল্পের মাধ্যমে তারা উপার্জনও করতে পারছেন। তাই তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।