সম্প্রীতির ফুটবল ম্যাচ বীরভূমের রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
রাজনগর উৎসাহী যুব কমিটির উদ্যোগে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল বীরভূমের রাজনগরের ডাকবাংলো মাঠে। প্রতি বছরের মতো এবারেও স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রীতির মেল বন্ধনের উদ্দেশ্যে এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রাজনগরের "উৎসাহী যুব কমিটি"র পরিচালনায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। চুড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয় রাজনগরের পান্ডিয়া একাদশ ও আদমপুর যুব সংঘের মধ্যে।
এদিনের চুড়ান্ত পর্ব্বের খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে পান্ডিয়া একাদশ জয়ী হয়।
পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ট্রফি সহ ৫ হাজার টাকা ও বিজিত দলকে ট্রফি সহ তিন হাজার টাকা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
উৎসাহী যুব কমিটির পক্ষে সেখ কৌসর জানান রাজনগর সম্প্রীতির মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত আর আমরা রাজনগরবাসী হিসেবে সেই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করি। হিন্দু মুসলিম একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সেই ধারা বজায় রাখতেই আমরা হিন্দু মুসলিম সকলে মিলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর একটি সম্প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি।
উপস্থিত ছিলেন সমাজসেবী রানা প্রতাপ রায়, সেখ কাবুল, সজল গঁরাই, গাফফার খান, রমেশ ব্যানার্জ্জী, মৌলানা জাফর আলি খান, পরিমল সাহা, সেখ কৌসর, সেখ কাশ্মীর, কাশেম আলি, কাজী দোয়েল।
প্রচন্ড জল বৃষ্টির মধ্যেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।