শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দূস্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান রাজনগরে।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

 

 

এলাকার দুস্থ পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলো বীরভূমের রাজনগর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এই শুভকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। "বাড়িয়ে দাও তোমার হাত" নামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এইসব শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। 

 

রাজনগর ব্লকের খাসবাজার, শঙ্করপুর ডাঙ্গালপাড়া ও বহিলাপাড়া গ্রামের প্রায় ১৫০ জন গরীব ও দুস্থ পরিবারের পড়ুয়াদের খাতা, রুল, পেন বিতরন করা হয়। 

উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক তড়িৎ চৌধুরী, মহাবিদ্যালয়ের ছাত্র প্রসেনজিৎ মন্ডল, সব্যসাচী দাস, সোমনাথ অঙ্কুর, মহাবিদ্যালয়ের ছাত্রী সীমা খাতুন ও খুশি খাতুন। খাতা পেন পড়ুয়াদের মধ্যে বিতরণ করার পর তাদের প্রত্যেকের হাতে কেক ও চকোলেট তুলে দেন উদ্যোক্তারা। 

তাদের এই শুভ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।