সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহিলা স্বাস্থ্যকর্মীদের তিন দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

মহিলা স্বাস্থ্যকর্মীদের তিন দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন।

, মালদা:
মহিলা স্বাস্থ্যকর্মীরা তিন দফা দাবি নিয়ে মালদা শহরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করে। বেতন বৃদ্ধি ও কলকাতায় আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ সহ মোট তিন দফা দাবি নিয়ে তারা একটি ডেপুটেশন দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। 
 শুক্রবার দুপুর একটা নাগাদ, মালদা টাউন হল ময়দান থেকে মহিলা স্বাস্থ্যকর্মীরা একটি মিছিল বের করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে গোলাপি শাড়ি পড়ে মহিলা স্বাস্থ্যকর্মীরা শহর পরিক্রমা করে। মালদা শহরের ঝালঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য দপ্তরে একটি ডেপুটেশন দেন। সংগঠনের সম্পাদিকা অসীমা পাল জানিয়েছেন, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত তাই বেতন বৃদ্ধির দাবি সহ মোট তিন দফা দাবি নিয়ে তারা শহরে মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তাদের দাবি পত্র তুলে দেন। তিনি বলেন, আগামী দিনে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।