সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেতু উদ্বোধন করে দলের মধ্যেই তোপের মুখে সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

সেতু উদ্বোধন করে দলের মধ্যেই তোপের মুখে সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।

 মালদা:
 দীর্ঘ প্রতীক্ষিত মালদা জেলার ভুতনি সেতুর উদ্বোধন নিয়ে দলের মধ্যেই তোপের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। সেতুর উদ্বোধনের কথা জানতেই পারলেন না ওই এলাকার প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। সূত্রের খবর বহু প্রতীক্ষিত এই ভুতনি সেতুর উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ ৭৩ম স্বাধীনতা দিবসের দিন এই ভুতনি সেতুর উদ্বোধন করে ফেললেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এই নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সূত্রের খবর সেতুর উদ্বোধন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফোন মারফত জেলা সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলকে বকুনি দিয়েছেন। ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রও।মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি চর, যার চারিদিকে গঙ্গা ও ফুলহর নদী দিয়ে ঘেরা। এই চরে তিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষাধিক মানুষের বাস। বহু বছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ফুলহর নদীতে নৌকা মাধ্যমে জীবন ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। স্বাধীনতার পর থেকে ভুতনী চরের মানুষের একটাই দাবি ছিল ভুতনি চরকে মূল ভূখণ্ডে যুক্ত করার জন্য পাকা সেতু ফুলহর নদীর উপর। বহু আন্দোলনের পর তৃণমূল সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০০৪ সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও মন্ত্রী সাবিত্রী মিত্র এর উদ্যোগে ভুতনী সেতুর কাজের শিলান্যাস করা হয়। এরপর ২০১১ সালে শুরু হয় কাজ। অভিযোগ স্বাধীনতা দিবসের দিন হঠাৎই কাউকে কিছু না জানিয়ে এই ভুতনি সেতুর উদ্বোধন করে ফেলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য আপাতত এই সেতুর উদ্বোধন করা হয় বলে জানান সভাধিপতি। কিন্তু এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে  দিয়েছেন তৎকালীন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। তিনি জানান ভুতনি সেতুর উদ্বোধন এর বিষয়টি তার জানা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভুতনি সেতুর উদ্বোধন করবেন সেটাই তিনি জানতেন। গৌর চন্দ্র মন্ডল ক্ষমতার অপব্যবহার করেছেন। এর জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তাকে ফোনে বকুনি দিয়েছেন।  ভুতনি চরের মানুষ বিষয়টিকে মেনে নেননি। ভুতনি চরের উদ্বোধন নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন সাবিত্রী মিত্র।আসন্ন বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে তাহলে কি মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন গৌর চন্দ্র মন্ডল। তার জন্যই হয়তো নিজের  ভোটব্যাঙ্ক বাড়াতে কাউকে না জানিয়েই এই উদ্বোধন। প্রশ্ন উঠছে একাধিক কিন্তু উত্তর নেই সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলের কাছে। তিনি অবশ্য সাফাই দিয়েছেন আপাতত সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য উদ্বোধন করা হলো এই সেতুটি। আগামীতে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে ভূতনি সেতুর উদ্বোধন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেই বিষয় নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি সভাধিপতি কাছে।