সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরাক ভ্যালি মিডিয়া ফোরামের কার্যালয় শুভ উদ্বোধন

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৩ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

নীচের ছবিতে বক্তব্য রাখচ্ছেন মৃণাল সরকার

নীচের ছবিতে বক্তব্য রাখচ্ছেন মৃণাল সরকার

 

অসম প্রতিনিধি

ফিতা কেটে উদ্বোধনী করলেন
বরাক ভ্যালি মিডিয়া ফোরামের আনুষ্টানিক উদ্বোধন হয় সোমবার বিকেলে তিন টায় । উল্লেখ্য,যে কাটাখাল স্থিত পুলিশ ফাঁড়ির নিকট সি.এম কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্টানে ব্যাপক সাড়া মিলে এত অঞ্চলে।এদিন উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি.ভি.সি.এল এর সিইও মুখেশ আগরওয়াল,মুখ্য অতিথি হিসাবে হাইলাকান্দি জনসংযোগ বিভাগের বরিষ্ট কর্তা প্রদীপ রায়,দৈনিক নববার্তা প্রসঙ্গের প্রতিনিধি  হিসাবে  নিউজ সাব এডিটর মৃণাল সরকার,যুব দর্পন নিউজের সম্পাদক দিলু দাস ও ছাত্র নেতা সাইদুর রহমান। এদিনের এই অনুষ্টানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সূধন্যা সিনহা বরাক উপত্যকার সংবাদকর্মীদের বৃহত্তর স্বার্থে এবং ঐক্যবদ্ধভাবে সমাজে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের , গণতন্ত্রের কুটি বলে ভূমিকা পালনে নিষ্টাবান হয়ে এগিয়ে আসার কথা ও ব্যক্ত করেন। এবং বরাকের উপেক্ষিত সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে লড়াই-অভিযান চালানোর স্বার্থেই এই নবপদক্ষেপে ঐক্যবদ্ধভাবে গোটা উপত্যকার সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান,নববার্তা প্রসঙ্গের প্রতিনিধি হিসাবে মৃণাল সরকার বক্তব্য দিয়ে বলেন সাংবাদিকরা সমাজের দায়িত্বশীল পদে আসীন রয়েছে,তথাপি ও নিরাপত্তার অভাবে ভূগতে হয় সাংবাদিকদের, এছাড়া ও বলেন সাংবাদিক সমাজের আয়না নিরাপত্তা না মিললেও কলম কেউ বন্ধ করতে পারবে না কলম চলছে চলবে এতে কাউকে বাদা দিতে পারবেনা বলে জানান। এদিকে যুবদর্পন চ্যনেলের সম্পাদক দিলু দাস বক্তব্য রাখতে গিয়ে জনসংযোগ বিভাগকে অনুরোধ জানান সরকারের স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিক পরিচয়পত্র বানিয়ে এবং সবরকমের সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন এবং তিনি ও সবসময় সবরকমের সহযোগিতায় থাকবে  ।  তার পর বক্তব্য দেন পরিশেষে জনসংযোগ বিভাগীয় তরফে প্রদীপ রায় বক্তব্য রাখতে গিয়ে সরকারি ভাবে সবধরনের সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দেন এবং হাইলাকান্দি জিলার সাংবাদিকরা যে সত্যিকারের সরকারি সুযোগ-সুবিধা থেকে যে বঞ্চিত তা বলতে ভূলেননি এবং আরো ও বলেন সাংবাদিকদের ও যোগাযোগ রাখতে হবে জনসংযোগ বিভাগের সঙ্গে তখনই বিভাগীয়রা ও সহযোগিতা করতে তৎপর থাকবেন বলে জানান,এদিন উক্ত অনুষ্টানে উপস্থিত প্রত্যেক বক্তাই সাংবাদিকদের নিরাপত্তা ও সুনিস্চিত জীবন এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিন উপস্থিত অতিথিদের গামছা ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় উক্ত ফোরামের পক্ষ থেকে।অন্যান্যদের মধ্যে ছিলেন কাটিগড়া অঞ্চলের সাংবাদিক সানু চৌধূরী,বদরপুর এলাকার বৈদ্যুতিন চ্যানেলের রবীন্দ্র কুমার দাস, নববার্তা প্রসঙ্গ আলগাপুরের সাংবাদিক রাহাতুল আক্তার বড়ভূঁইয়া, প্রান্তজোতি দৈনিকের আলগাপুরের সাংবাদিক ইব্রাহিম আলী চৌধূরী, যুগশঙ্খের ইন্দ্রজিৎ সিনহা,ইলিয়াস উদ্দিন লস্কর,বিধান চন্দ,বিশ্বজিৎ রায়, তরঙ্গ বার্তার হাইলাকান্দি সাংবাদিক জনি আব্বাস সহ অনেকে। এলাকার স্থানীয়রা।