শিলিগুড়িতে শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জ
খান আরশাদ, শিলিগুড়ি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
শিক্ষকদের কাজের স্থায়ীকরণ ও তাদের বেতন বৃদ্ধির দাবীতে শিলিগুড়িতে আন্দোলনরত ভোকেশনাল শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের অভিযোগ উঠলো মঙ্গলবার।
শিলিগুড়ির উত্তরকন্যায় পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের ডাকে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়েছিল সংঘটনের পক্ষ থেকে। পুর্ব ঘোষনা অনুযায়ী এরাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা সহ সাতটি জেলার প্রায় ৮০০ ভোকেশনাল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে উত্তরকন্যার দিকে মিছিল করে যেতে থাকেন।
সে সময় তিনবাতি মোড়ে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের সাথে আন্দোলনকারীদের বচসা শুরু হয় সাথে ধস্তাধস্তিও চলে। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা উত্তরকন্যার দিকে যেতে উদ্যত হলেই পুলিশ বেধড়ক লাঠি চার্জ শুরু করে তাদের ওপর। ফলে জখম হন বেশ কয়েকজন। এদের মধ্যে একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
এর প্রতিবাদে আন্দোলনকারীরা পথ অবরোধ শুরু করেন। প্রশাসনিক মধ্যস্ততায় অবশ্য তাঁরা অবরোধ তুলে নেন।
উপস্থিত রয়েছেন রাজ্য কনভেনার দেলওয়ার হোসেন, দার্জিলিং জেলা কনভেনার বিশাল সুনদাস, জয়েন্ট কনভেনার নবীন তিরওয়া, উত্তরবঙ্গ কনভেনার প্রদীপ সাহা সহ অন্যান্যরা।
এদিকে বীরভূম জেলা কনভেনার হাফিজুল করিম আকবরি জানান আমাদের সহকর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ অন্যায়ভাবে আমাদের সহকর্মীদের ওপর নির্মম লাঠি চার্জ করে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ধর্নায় বসেছেন আমাদের সহকর্মীরা। তিনি জানান বুধবার রাজ্যের অন্যান্য জায়গার সহকর্মীরাও ওই ধর্নামঞ্চে যোগ দিতে যাবেন। আমাদের দাবী না মানা হলে আগামীতে কালীঘাটের হাজরা মোড়ে আমরণ অনশন শুরু করবো।
দার্জিলিং জেলার কনভেনর বিশাল সুনদাস বলেন আমরা দীর্ঘদিন হতে বঞ্চিত। আমাদের অনেকগুলোই দাবী রয়েছে। এর মধ্যে অন্যতম হল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্দিষ্ট বেতন কাঠামো ঠিক করা হোক। বৃত্তিমূলক বিভাগে কর্মরত সকল শিক্ষক ও প্রশিক্ষকদের কাউন্সিলকে অ্যাপ্রুভ্যাল লেটার প্রদান করে স্থায়ীকরন করারও দাবী জানান তিনি।