দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু বীরভূমের এক ভক্তের
পতিত পাবণ ঘোষাল, বীরভূম।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৫ এএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ঝাড়খন্ডের দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মাঝপথেই মৃত্যু হল এক ভক্তের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সুলতানগঞ্জে। মৃত ওই ভক্তের নাম মনোজ মুখার্জী। বয়স প্রায় পঁচাত্তর।
জানা গেছে সিউড়ি থানার খটঙ্গা অঞ্চলের "খটঙ্গা কাঁউড়িয়া সমিতির" উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও এলাকার ১২০ জন ভক্ত দেওঘরে শিবের মাথায় জল ঢালতে রওয়ানা হয়েছিলেন। মনোজ মুখার্জি ওর্ফে মনিবাবুর নেতৃত্বে এলাকার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে নিয়মিত ভাবে জল ঢালা প্রক্রিয়া করে আসছেন।
বিজেপি নেতা দুধ কুমার মণ্ডলও
মঙ্গলবার খটঙ্গা গ্রাম থেকে এই দলের সঙ্গে জল ঢালতে গিয়েছিলেন। মনিবাবুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনিও জল না ঢেলেই ফিরে এসেছেন। দুধ কুমার মণ্ডল জানান ঝাড়খণ্ডের সুলতানগঞ্জ পৌঁছাতেই মনোজ বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বুধবার তাঁর মৃতদেহ সিউড়ির খটঙ্গা গ্রামে পৌঁছায়। দলের বাকী ভক্তরা জল না ঢেলেই গ্রামে ফিরে আসেন। মনোজবাবু সিউড়ির খটঙ্গা অঞ্চলের ধান্যগ্রামের বাসিন্দা ছিলেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবে তাঁর পরিচিতি ছিল। স্থানীয় মানুষজন মনোজবাবুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। মনোজ বাবুর মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।