শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঁচ বছর বয়সে হজ যাত্রা

মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

 স্কুলের চৌকাঠে এখনও পা দেননি, সাইকেল,বাইকে এখনও চড়েননি অথচ ফ্লাইটে উড়ে পৌঁছে গেলেন পবিত্র  মক্কা শহরে। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা পাঁচ বছরের সেইফ সাফদার। গত ২৭ জুলাই কলকাতা হজ ভবন থেকে পবিত্র হজ করার উদ্দেশ্যে ফ্লাইটে করে উড়ে সৌদি আরবের মক্কা শহরে পৌঁছে গেলেন।সঙ্গে আছে বাবা মুনিশ সাফদার ও দুই মা সাজমিন খাতুন ও তবসুম বেবি।

মুনিশ সাফদারের দুই স্ত্রী ও একমাত্র ছেলে সেইফ সাফদার কে নিয়ে মোট চারজনের সুখি পরিবার।

বাবা মুনিশ সাফদার জানান ,' সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান।ইসলামের পাঁচ মূল স্তম্ভের একটি পবিত্র হজ। ধর্মপ্রাণ মুসলমানদের ইচ্ছে থাকে জীবনে অন্তত একবার হলেও যেন হজ করতে পারেন। এটি এমন একটি ইবাদত, যা কবুল হলে আল্লাহ তাআলা ব্যক্তির অতীতের সব গুনাহ মাফ করে দেন।প্রত্যেক মুসলিমের হৃদয় রাজ্যে বাস করে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছে ।'তাই পাঁচ বছরের সেইফ সাফদার কে কোলে নিয়ে সেই পুন্যভুমিতে পৌঁছেছে এই পরিবারের সদস্য।এদিন বিভিন্ন গ্রাম থেকে আত্মীয়-স্বজন সহ হাজার হাজার মানুষ সেইফ কে দেখতে আসেন।