ভারত- বাংলাদেশ সীমান্তে গরু সহ ধৃত দুই পাচারকারী
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
ভারত- বাংলাদেশ সীমান্তে গরু সহ ধৃত দুই পাচারকারী।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শিবপুর ঘাটে ধরা পরলো গরু সহ দুই পাচারকারী। শুধু তাই নয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অনেক বাইকও। সোমবার গভীর রাতে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ শিবপুর ঘাটে অভিযান চালিয়ে গরু ও বাইক আটক এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করে।
গত শনিবার রাতেই শিবপুর ঘাটে অভিযান চালিয়ে পুলিশ ৩৮ টি গরু ২৯ টি বাইক উদ্ধার এর পাশাপাশি ১১ জন পাচারকারীকে গ্রেফতার করেছিল। তার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে ফের শিবপুর ঘাটে অভিযান চালায় বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে শিবপুর ঘাট থেকে ১৬ টি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৩টি মোটরবাইক ও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে পুলিশ। এদিকে গরু পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আমির ও অসীম সরকার। আমিরের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার হঠাৎপাড়ায় এবং অসীমের বাড়ি বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে। ধৃত দুই জনকে মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়।