শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের রাজনগরে মন্দির কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ এএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

 

 

বীরভূমের রাজনগর থানার গাংমুড়ি জয়পুর অঞ্চলের ভদ্রকালী মন্দির চত্বরে হল শুরু হল বৃক্ষরোপণ কর্মসূচী। ভদ্রকালী মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে  মন্দির চত্বরে শাল, সেগুন,  আমলকি, হরিতকি, বহেড়া প্রভৃতির চারা গাছ রোপণ করা শুরু হল।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং এলাকার সৌন্দর্যায়ন করার লক্ষে এই কর্মসূচী হাতে নেওয়া হয় বলে  জানিয়েছেন উদ্যোক্তারা। মন্দির চত্বর জুড়ে

প্রায় ২০০টি চারাগাছ রোপণ করবেন মন্দির কমিটির সদস্যরা। গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার গঁরাইয়ের হাত দিয়ে এখানের গাছ লাগানোর কর্মসূচী শুরু হয়। গৌতম আচার্য্য, রানাপ্রতাপ রায়, শোভন আচার্য্য, গদাধর প্রসাদ লালা," প্রদীপ মুখার্জী, অশেষ কুন্ডু, সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরাও এদিন এলাকাজুড়ে গাছ লাগান।