বীরভূমে রাজনগর থানার উদ্যোগে বৃক্ষরোপণ বিদ্যালয় চত্বরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবার উদ্যোগী হল পুলিশ প্রশাসন। সোমবার বীরভূমের রাজনগরের শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হল রাজনগর থানার পক্ষ থেকে। দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশবিদরা জানিয়েছেন এর বড়ো একটা কারন সারা পৃথিবী জুড়ে বৃক্ষ নিধন। দিন দিন গাছপালা কেটে ফেলা হলেও পরিবর্তে নতুন করে আর গাছপালা সেভাবে লাগানো হচ্ছেনা বললেই চলে। যার ফলে গাছপালার সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এর ফলে পরিবেশের ওপর প্রতিক্রিয়া দেখা দিয়েছে চরমভাবে। কমছে বৃষ্টিপাতের পরিমাণ, বাড়ছে উষ্ণতা। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে সারা দেশের সঙ্গে এরাজ্যেও গাছ লাগানোর প্রচেষ্টা চলছে। সোমবার সেই উদ্দেশ্যেই রাজনগরের শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় চত্বরে গাছ লাগালেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী। সঙ্গে ছিলেন এসআই সন্তোষ কুমার জানা, এএসআই দীপঙ্কর দাস, ভিলেজ পুলিশ দেবাশিষ ওঝা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের পড়ুয়ারা।