১২ হাতির তান্ডবে ১২ ঘর লন্ডভন্ড আপার কলাবাড়িতে
সংবাদদাতা, মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৩ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
হাতিরতান্ডবে লন্ডভন্ড পর পর ১২ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তিতে।
জানাগেছে, বুধবার রাতে ডায়না বনাঞ্চল থেকে ১২ টি হাতির একটি দল ওই বস্তি এলাকায় প্রবেশ করে তান্ডব চালায়। বাড়িঘর ভেংগে সুপারি গাছ ভেঙে তছনছ করে। স্থানীয় শিক্ষক ভক্তেবাহাদুর ছেত্রী বলেন, আমাদের গ্রাম ডায়না বনাঞ্চল লাগোয়া। প্রায় প্রতিদিন হাতির উপদ্রব চলে। গতকাল রাতে ১২ টি হাতির একটি দল গভীর রাতে হানা দেয়। সুপারি গাছ, সবজি বাগান তছনছ করে। ১২ টি বাড়ি লন্ডভন্ড করে বাড়িতে রাখা চাল আটা আনাজপাতি খায়। পরে গ্রামবাসীদের প্রতিরোধে আবার বনে ফিরে যায়। আমরা বনদপ্তরের কাছে ক্ষতিপূরণ দাবি করে আবেদন করেছি।
বনদপ্তর সুত্রে জানাগেছে, সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবে।