লুকসান এলাকায় দীর্ঘদিন এটিএম বিকল মানুষের ভোগান্তি
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
লুকসান এলাকায় দীর্ঘদিন এটিএম বিকল মানুষের ভোগান্তি।
নাগরাকাটা ব্লকের লুকসান বাজার এক বহু পুরানো জনপদ
বেশকয়েকটি চাবাগান, বনবস্তি ও গ্রামাঞ্চলের মাঝে এই বাজার। চাবাগান নিয়ে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করে। এলাকায় রয়েছে গ্রাম পঞ্চায়েত সহ স্বাস্থ্যকেন্দ্র সহ কয়েকটি সরকারি দপ্তর ও ব্যাংক। এহেন এক জনপদের এটিএম বুথ প্রায় দুই মাস ধরে বন্ধ হয়ে আছে। ব্যাংকেও প্রচুর ভীড় থাকে। তাই টাকা তোলা নিয়ে মানুষ সমস্যায় পড়ছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাবীর প্রসাদ, স্থানীয় বাসিন্দা মিঠু গোস্বামী, পবন রুংটা জানান, এই এলাকায় তিনটি এটিএম বুথ ছিল। দুটি আগেই বন্ধ হয়ে যায়। তৃতীয়টি মাস খানেক ধরে বন্ধ রয়েছে। মানুষ টাকা তুলতে এসে ফিরে যাচ্ছে। কিকারনে বন্ধ হয়ে আছে জানিনা। তবে প্রতিদিন মানুষ নাকাল হচ্ছে। ব্যংকের ভীড় এড়াতে মানুষ এই বুথ গুলিতে আসে কিন্তু ফিরে যায়। কোন রকম পুর্ব বিঞ্জপ্তি ছারাই এটিএম বনধ করে দেওয়া অনুচিত কাজ হয়েছে।