শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা শিবির বীরভূমে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

 

 

বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার পরিচালনায় সোমবার রাজনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সমন্ধে একটি সচেতনতা শিবির করা হলো। এই শিবিরে অংশ নেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি,  সন্তোষ কুমার জানা, দেবাশীষ ওঝা, রাজনগর উচ্চ বিদ্যালয়ের  ইংরাজি বিষয়ের শিক্ষক স্বরূপ আচার্য, শিক্ষক দিব্যেন্দু চ্যাটার্জী সহ রাজনগর থানার পুলিশ কর্মী ও রাজনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ। ওসি সঞ্চয়ন ব্যানার্জি বলেন সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই শিবির। দিন দিন দুর্ঘটনা ঘটে চলেছে এবং যার বেশিরভাগ কারণটাই হল হেলমেট না পরা। তাই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যে শুরু হয়েছে সেভ ড্রাইভ সেফ লাইফ সমন্ধে সচেতনতা শিবির।  জানা গেছে এই প্রচেষ্টার ফলে বিগত বছরের তুলনায় দুর্ঘটনা বেশ কিছুটা কমেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত বাইক বা স্কুটি চালানোর সময় হেলমেট পরে চালানো। কানে হেডফোন লাগিয়ে বাইক বা স্কুটি না চালানোর জন্য অনুরোধ করেন তিনি।  সন্তোষ কুমার জানা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের ১৮ বছর না হলে কখনোই বাইক চালাবে না। কারণ এটা আইন বিরুদ্ধ। বাইক ও স্কুটি চালানোর সময় নিজের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবে। শিক্ষক স্বরূপ আচার্য বলেন ট্রাফিক আইন সব সময় মেনে চলা উচিত। হেলমেট পরলে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তেমনি নিজের পরিবারকে ও সুরক্ষিত রাখা যায়। কারণ দুর্ঘটনার ফলে পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে তার পুরো পরিবারকেই  সেই ফল ভোগ করতে হয়। তাই সকলের উচিত ট্রাফিক আইন মেনে চলা। নিজের জীবনের কাছে সবকিছুই মূল্যহীন।