শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদ্রাসার পঁচিশতম বর্ষপূর্তিতে কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন সামসিতে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫২ এএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

সামসিঃ
২০১৮-২০১৯  শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার নজরকাড়া ফল করে সামসি অঞ্চলের মাহাদুত তওহীদ মতিগঞ্জ হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। রবিবার ছিল মাদ্রাসার পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান । এরই মধ্যে কৃতীদের সংবর্ধনার  উদ্যোগ নেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল অহাব।
 রাজ্যে যুগ্ম তৃতীয় ও জেলায় প্রথম স্থানাধিকারী ছাত্রী রওনক জাহান ও অষ্টম স্থানাধিকারী মাগফেরা খাতুনকে মানপত্র, পুস্তক ও রোপ্য পদক দিয়ে ভরা মঞ্চে সম্মান জানানো হয়। জানা যায়, এর আগেও গত ২০১৪ সালে এই মাদ্রাসায় রাজ্যে প্রথম হয়েছিলেন ছাত্রী মরিয়ম খাতুন। সূত্রের খবর, মেধাবী রৌনক জাহান আল-আমিন মিশনের উলুবেড়িয়া শাখায় বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পাঠরত। তবে মাগফেরা খাতুন নামক ছাত্রীটি পরিবারের আর্থিক সংকটের জন্য এই মাদ্রাসাতেই একাদশ শ্রেনীতে পাঠরত। 
উচচ মাধ্যমিকেও এই মাদ্রাসা পিছিয়ে নয়। এবছর নজরকাড়া ফল করে ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিকে মোট ২৩ জন পরীক্ষার্থীর সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ন হয়ে বিদায় নিয়েছেন মাদ্রাসা থেকে।  ৪৬৭ নম্বর পেয়ে প্রথম হওয়া মহঃ ফিরোজ আলম ও  ৪২৮ নম্বর পাওয়া দ্বিতীয় সাহিলা রাহামানকে এদিন ভরা মঞ্চে সংবর্ধনা দেওয়া
 হয়।

অত্র হাইমাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল অহাব জানান, এই মাদ্রাসা ১৯৯৪ সালে চারজন ছাত্র নিয়ে পথচলা শুরু করেছিল। বর্তমানে হাজারখানেক ছাত্রছাত্রী রয়েছে। এখানের পড়ুয়ারা দেশে-বিদেশে আজ প্রতিষ্ঠিত। 
আজকের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন। তিনি জানান, নিয়ম মেনে আবেদন করলে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে যেন ছাত্রাআবাস  ও অতিরিক্ত শ্রেণীকক্ষ যেন নির্মান করা যায়,এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।